দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করা ম্যানচেস্টার সিটি যখন ৬০ মিনিটে জ্যাক গ্রিলিশের গোলে এগিয়ে গেল, মনে হচ্ছিল, হয়তো ম্যান সিটিই জিততে চলেছে। কিন্তু চার মিনিটের ঝড়ে ওল্ড ট্রাফোর্ডে সব ওলট-পালট করে দিল ম্যান ইউনাইটেড। ৭৮ মিনিটে গোল করলেন ব্রুনো ফের্নান্দেস, যদিও সে গোলের পথে অফসাইডে থাকা মার্কাস রাশফোর্ডের ভূমিকা নিয়ে বিতর্ক থাকবে। ওই গোলের চার মিনিট পর গোল রাশফোর্ডের – টানা সপ্তম ম্যাচে গোল।
শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যানচেস্টার ডার্বি জিতে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে গেল পেপ গার্দিওলার ম্যান সিটি, সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন আরও উজ্জ্বল হলো ম্যান ইউনাইটেডের। সিটির ঘাড়েও নিশ্বাস ফেলছে ইউনাইটেড। ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে ম্যান সিটি, সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে এরিক টেন হাগের দল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট পিছিয়ে সিটি।
প্রথমার্ধে ম্যান ইউনাইটেড কীভাবে গোল পায়নি, সে এক আশ্চর্য বটে। পেপ গার্দিওলা এ ম্যাচে ‘অভাবনীয়’ কোনো কৌশল নিয়ে নামবেন বলেছিলেন, কৌশলের খূঁটিনাটি যা-ই শিখিয়ে থাকুন না কেন, প্রথমার্ধে তা চরমভাবে ব্যর্থ। যত আক্রমণ যেন ছিল ইউনাইটেডেরই, ৩৪ মিনিটে পোস্ট ছেড়ে অযথাই বেরিয়ে আসা সিটি গোলকিপার এদেরসনকে কাটিয়েও গোল করতে পারেননি রাশফোর্ড, তিন মিনিট পর ‘ওয়ান-অন-ওয়ানে’ও এদেরসনে আটকা ইংলিশ ফরোয়ার্ড।
তবে দ্বিতীয়ার্ধে তাকে আটকাতে পারেনি সিটি, ইউনাইটেডকেও নয়।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা