রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। গত শনিবার রাত সোয়া ৯টা থেকে রোববার সকাল সোয়া ৭টা পর্যন্ত এ নৌপথে নৌযান চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
শনিবার রাতে পাটুরিয়া থেকে ছেড়ে আসা রজনীগন্ধা ও ফরিদপুর নামে দুটি ফেরি ঘন কুয়াশায় সামনে কিছু দেখতে না পেয়ে মাঝনদীতে নোঙ্গর করে রাখা হয় বলেও জানা গেছে।
রোববার সকালে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে কয়েক শ ছোট-বড় যানবাহন। এদের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। দীর্ঘক্ষণ ঘাটে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমান এ নৌপথে ছোট-বড় ১৩টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা