আপডেট : ১৫ জানুয়ারি, ২০২৩ ১৮:৪৭
সাফকো স্পিনিংয়ের ১ শতাংশ বোনাসে অসম্মত বিএসইসি
প্রতিবেদক, দৈনিক বাংলা

সাফকো স্পিনিংয়ের ১ শতাংশ বোনাসে অসম্মত বিএসইসি

সাফকো স্পিনিং মিলস লিমিটেডের প্রধান ফটক। ছবি: দৈনিক বাংলা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলস লিমিটেডের ইস্যুকৃত ১ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণে অনুমোদন দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সাফকো স্পিনিং গত অর্থবছরের (৩০ জুন ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত ২০ অক্টোবর ডিএসইর মাধ্যমে ১ শতাংশ বোনাস লভ্যাংশ বিতরণের ঘোষণা দেয়।

কোম্পানিটি আরও জানায়, গত অর্থবছরে তারা পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য এ পরিমাণ বোনাস লভ্যাংশ বিতরণ করতে চায়। তবে নিয়ম অনুযায়ী বোনাস লভ্যাংশ বিতরণে বিএসইসির অনুমোদনের প্রয়োজন হয়। পরবর্তীতে কোম্পানিটি ১ শতাংশ বোনাস লভ্যাংশ বিনিয়োগতারীদের মাঝে বিতরণে বিএসইসির অনুমোদনের জন্য আবেদন করলে তাতে বিএসইসি অসম্মতি জানায়।