পৃথিবীর বরফাচ্ছাদিত অঞ্চল সাইবেরিয়া। এই অঞ্চলে অবস্থিত রাশিয়ার ইয়াকুৎস্ক বিশ্বের সবচেয়ে শীতল শহর বলে পরিচিত। শীতল শহরটিকে আরও জেঁকে ধরেছে শীত। সেখানে চলতি সপ্তাহে তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে (মাইনাস) ৫০ ডিগ্রি সেলসিয়াসে। এতে ঠাণ্ডায় যেন জমে গেছে গোটা শহর।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৫ হাজার কিলোমিটার পূর্বে চিরহিমায়িত অঞ্চলের জনপদ ইয়াকুৎস্কে তাপমাত্রা প্রায়ই মাইনাস ৪০ ডিগ্রি দেখা যায়। কিন্তু ওই এলাকার বাসিন্দাদের জন্য ‘সহনীয়’ তাপমাত্রা আরও মাইনাস ১০ ডিগ্রি কমে যাওয়ায় সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছে না। যারাওবা বের হচ্ছে, তাদের কয়েক স্তরে উষ্ণ কাপড়-চোপড় পরে থাকতে দেখা যাচ্ছে।
বিশেষ কাজে বের হয়েছেন আনাস্তাসিয়া গ্রুজদেবা নামে একজন। তাকে কয়েকটি হ্যাট ও হুড, দুই জোড়া হাতের গ্লাভস এবং দুটি মাফলার জড়িয়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, ‘এই তাপমাত্রার বিরুদ্ধে লড়াইয়ে জেতা যাবে না। হয় টিকে থাকতে প্রয়োজনীয় পোশাক পরতে হবে, নইলে ভুগতে হবে।’
তুষারে আবৃত শহরটির এই বাসিন্দা বলেন, ‘বাইরের কেউ এই শহরের শীতলতা ভাবতেও পারবে না।’
বাজারে হিমায়িত মাছ বিক্রি করেন নারগুসুন স্তারোস্তিনা। তিনি জানান, এতই ঠাণ্ডা পড়ছে যে মাছ বিক্রি করতে তার কোনো ফ্রিজ বা ফ্রিজার লাগছে না।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের প্রায় সব অঞ্চলেই পরিবেশের আচরণে পরিবর্তন দেখা যাচ্ছ। গ্রীষ্মে দেখা যাচ্ছে অসহনীয় গরম, আর শীতে পড়তে হচ্ছে নজিরবিহীন ঠাণ্ডার কবলে। সাম্প্রতিক বছরগুলোয় হিমায়িত সাইবেরিয়াকেও এই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা