মূল মার্কেটের পাশাপাশি ব্লক মার্কেটেও সোমবার আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৭০ কোটি ৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে, বেক্সিমকো লিমিটেড, আইপিডিসি ফাইন্যান্স এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৬০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪০ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সোমবার বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭২ লাখ ৬৯ হাজার টাকার। অন্যদিকে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৬৪ হাজার টাকার এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার টাকার।
ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে— এডিএন টেলিকমের দুই কোটি ১৭ লাখ, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর দুই কোটি ৪৩ লাখ, বিকন ফার্মার তিন কোটি ১৫ লাখ, ব্র্যাক ব্যাংকের এক কোটি ৮৪ লাখ, বিএসআরএম স্টিলের এক কোটি ২৭ লাখ, গ্রামীণফোনের দুই কোটি ৭৭ লাখ, ইন্ট্রাকোর এক কোটি ১৫ লাখ, মুন্নু সিরামিকের এক কোটি দুই লাখ, ওরিয়ন ফার্মার এক কোটি ৭৩ লাখ, সী পার্ল হোটেলের এক কোটি ৫৯ লাখ, সোনালী পেপারের তিন কোটি ৫৪ লাখ ও স্কয়ার ফার্মা লিমিটেডের চার কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা