‘সাজান’ ছবির ‘তু শায়ের হ্যায়’ গানটি শোনেননি এমন লোক পাওয়া ভার। কিংবা এই গানে মাধুরীর নাচ কারও মনে ধরেনি, এটি বলা প্রায় অসম্ভব। আর সেই নাচের মুদ্রা দেখেই কি না বিরক্ত হয়েছিলেন বলিউডের এই নাচের রানী।
সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন এই বলিউড সুন্দরী। সেখানেই তিনি তার অভিনীত ছবির একাধিক গানে নাচেন। স্মৃতিচারণ করেন সেই সব ছবির সঙ্গে জুড়ে থাকা তার নস্টালজিয়া। সনি এন্টারটেইনমেন্ট টিভি থেকে রোববার ১৫ জানুয়ারি এই অভিনেত্রীর বেশ কিছু ভিডিও ক্লিপ শেয়ার করা হয়। এই গানের রিয়েলিটি শোতে অভিনেত্রী একটি হলুদ ও সাদা রঙের লেহেঙ্গা পরে এসেছিলেন।
সেখানকার একটি ভিডিওতে দেখা যায় মাধুরী ‘তু শায়ের হ্যায়’ গানের মুদ্রা নিয়ে কথা বলছেন। কথায় কথায় তিনি মনে করেন, এই স্টেপ দেখে তিনি কোরিওগ্রাফারকে কী বলেছিলেন। মাধুরী দীক্ষিত বলেন, “চিনি প্রকাশ আমায় বলেছিলেন ‘তু শায়ের হ্যায়’ গানটির জন্য তোমাকে আমি দারুণ একটি নাচের মুদ্রা দেব। কিন্তু যখন তিনি আমাকে এই মুদ্রা দেখালেন, তখন আমি একটাই কথা বলেছিলাম, এটা কেমন মুদ্রা হলো?” তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম এটা কেমন শায়ের? কে এই শায়ের?’ কিন্তু তার এই প্রশ্ন শুনে নাকি চিনি তাকে বলেছিলেন যে, এই স্টেপ নাকি দারুণ জনপ্রিয় হবে।
চিনির সেই কথা যে ফলে গেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। গত বছর ওটিটিতে বেশ সক্রিয় ছিলেন এই অভিনেত্রী। ‘দ্য ফেম গেম’ ওয়েব সিরিজ ও ‘মাজা মা’ ছবি ওটিটিতে মুক্তি পেয়েছিল।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা