আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৩ ১৪:২৩
মারা গেল সুশান্তের পোষা কুকুরটি

মারা গেল সুশান্তের পোষা কুকুরটি

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তার প্রিয় পোষা কুকুর ‘ফাজ’র ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন তিন বছর আগে। তাকে হারানোর শোক আজও ভুলতে পারেন না ভক্তরা। এর মধ্যে আরেক শোকের খবর দিলেন সুশান্তের বোন প্রিয়াঙ্কা সিং। জানালেন, প্রয়াত অভিনেতার প্রিয় পোষা কুকুর ‘ফাজ’ও মারা গেছে।

মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে প্রিয়াঙ্কা তার ও সুশান্তের সঙ্গে ‘ফাজ’র তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিদায় ফাজ! তুমি স্বর্গে বন্ধুর সঙ্গে মিলিত হয়েছো...আমরাও তোমার পিছু পিছু আসবো! সে পর্যন্ত... খুবই হৃদয়বিদারক’।

প্রিয়াঙ্কা এই পোস্ট দিতেই ‘ছিছোড়ে’ তারকার ভক্তরা শোক ও সমবেদনা জানাতে থাকেন। তারা তাদের বার্তায় ফাজের শান্তি কামনা করেন।

কিছু ভক্ত সেখান থেকে সুশান্ত ও ফাজের ছবিটি নিয়ে শেয়ার দিয়ে তাদের শোক জানিয়েছেন।

বলিউডের প্রতিশ্রুতিশীল অভিনেতাদের একজন ছিলেন সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে তার মরদেহ পাওয়া যায়। যদিও তিনি আত্মহত্যা করেছেন বলে খবর প্রচার হয়, তবে ৩৪ বছর বয়সে তার এই মৃত্যু নিয়ে এখনো নানা আলোচনা আছে।

‘পবিত্র রিশতা’ মেগা ধারাবাহিকে অনবদ্য অভিনয় করে তারকাখ্যাতি লাভের পর সুশান্ত ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পদার্পণ করেন।

তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে ছিল ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘কেদারনাথ’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘রাবতা’, ‘ডিটেক্টটিভ ব্যোমকেশ বকশী’। এর মধ্যে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সুশান্তকে তুমুল জনপ্রিয়তা এনে দেয়।

তার শেষ সিনেমা ছিল ‘দিল বেচারা’। সুশান্তের মৃত্যুর পর এটি মুক্তি পায়।