ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ পঞ্চম দিন। রাজধানীর ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে ৩০টি স্বল্পদৈর্ঘ্য ও ২৩টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। কোথায়, কখন দেখতে পারবেন জেনে নিন।
মূল মিলনায়তন (জাতীয় জাদুঘর)
সকাল সাড়ে ১০টায় আনুর (দ্য আইস অন দ্য শানসাইন), ভারত। বেলা ১টায় দ্য বেসবল প্লেয়ার, ফিলিপিনস। বেলা ৩টায় হিয়ারআফটার বাইগন, শ্রীলঙ্কা। বিকেল ৫টায় গুরুগিথায়া (লেট মি ফ্লাই), শ্রীলঙ্কা। সন্ধ্যা ৭টায় দামাল, বাংলাদেশ।
সুফিয়া কামাল মিলনায়তন (জাতীয় জাদুঘর)
সকাল সাড়ে ১০টায় মহাত্মা হাফকাইন, রাশিয়া; ঘরে ফেরা (হোম কামিং) বাংলাদেশ। বেলা ১টায় টারলান (কাজাখস্তান, রাশিয়া)। বেলা ৩টায় প্যান্ডেমোনিয়াম, বাংলাদেশ; দ্য সাইলেন্ট ইকো (ফ্রান্স, ইন্ডিয়া, নেপাল); সারভাইভিং ফোর্ট্রেস্, ইরান। বিকেল ৫টায় ধিংগা গাভার, ভারত; মাই সন অ্যান্ড হিস গ্যান্ড ফাদার, ভারত; ধূসরযাত্রা (ডাস্কি ভয়েজ) বাংলাদেশ, সন্ধ্যা ৭টায় আওয়াজ ই বাদ (সং অব দ্য ওয়াইন্ড), ইরান।
ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম (শিল্পকলা একাডেমি)
সকাল সাড়ে ১০টায় ওয়াকার, ফিলিপাইন; বেলা ১টায় মামা মাখমল, ইরান; বেলা ৩টায় মানিকবাবুর মেঘ (দ্য ক্লাউড অ্যান্ড দ্য ম্যান) ভারত; বিকেল ৫টায় শুভ্র ময়ূখ (দ্য লাইট অব ইনোসেন্স), বাংলাদেশ; পহেলা ফাল্গুন (দ্য ফার্স্ট ডে অব দ্য স্প্রিং), বাংলাদেশ; সুন্দরবনের বানবিবি পূজা (বানোবিবি পূজা ইন সুন্দরবন); বাংলাদেশ; হায় হোসেন, বাংলাদেশ; মানসী, বাংলাদেশ; আত্মার জানালা (উইন্ডো অব দ্য সোল), বাংলাদেশ; বোধ (এন্ড আই সিক), বাংলাদেশ; সন্ধ্যা ৭টায় কাকাবাবুর প্রত্যাবর্তন (দ্য রিটার্ন অব কাকাবাবু), ভারত।
ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম (শিল্পকলা একাডেমি, ষষ্ঠ তলা)
সকাল সাড়ে ১০টায় মিনিট বাট সয়, ফিলিপাইন; দুশা (সোল), রাশিয়া; বেলা ১টায় অ্যামঙ্গ আস উইমেন, (জার্মানি, ইথিওপিয়া); বেলা ৩টায় স্থলাম (দ্য ল্যান্ড), ভারত; বিকেল ৫টায় রং তুলিতে মুক্তিযুদ্ধ, বাংলাদেশ; ফ্রিডম ডাসেন্ট লিভ অন মানি, রাশিয়া; সন্ধ্যা ৭টায় প্যাক্স অ্যাভান্ট (ইউরোপস ওল্ডেস্ট ওথ), স্পেন।
জাতীয় সংগীত ও নৃত্য মিলনায়তন (শিল্পকলা একাডেমি)
সাড়ে ১০টায় আরেজো-ই জিবা (জিবাস্ উইশ), ইরান; আব, বাদ্, খাক, নান (ওয়াটার, ওয়াইন্ড, ডাস্ট, ব্রেড), ইরান; বেলা ১টায় কাজাডোরা (দ্য হান্ট্রেস), চিলি; বেলা ৩টায় সলুক (ওয়াইন্ড অব চেইঞ্জ), ইরান; বিকেল ৫টায় আতিশার ভিটা (অতিশাস ওয়ার্ল্ড), বাংলাদেশ; নকশী কাঁথা, বাংলাদেশ; আত্মিক (দ্য রিলেশনশিপ অব সোল), বাংলাদেশ; কানে গোঁজা ফুল (ডেইস অব এল্লামানদা), বাংলাদেশ; ইতিহাসের শাখী (উইটনেস অব দ্য হিস্ট্রি), বাংলাদেশ; কাগজ, বাংলাদেশ; সন্ধ্যা ৭টায় মি মামা সে ফুয়ে কন লাস ভাকাস (মাই মাদার ওয়েন্ট উইথ দ্য কাউস), মেক্সিকো; প্লিজ হোল্ড দ্য লাইন, মালয়েশিয়া; আসি মিমো (ইউর ওয়ে মাই ওয়ে), ম্যাক্সিকো; মা কমরেড (আই এম কমরেড), নেপাল; আনহাদ (দ্য ইটারনাল মেলোডি), নেপাল।
আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা
সকাল সাড়ে ৯টায় বেসবল প্লেয়ার, ফিলিপাইন; বেলা ১১টায় দ্য অনলি রিজন, মঙ্গোলিয়া; বেলা ২টায় নাকোডো-ম্যাচমেকারস (ম্যারেজ কাউন্সিলর), জাপান; বিকেল ৪টায় বেদুনে ঘারারে গাবলি (নো প্রায়োর অ্যাপয়েন্টমেন্ট), ইরান।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা