দৈনিক বাংলা ডেস্ক
চীনের বাজারে বিক্রির জন্য পশ্চিমা বিখ্যাত ব্র্যান্ড গুচি এবং অ্যাডিডাস এক সেট ছাতা এনেছে। এক হাজার ৩২৯ পাউন্ডের এ ছাতা ১১ হাজার ১০০ ইউয়ান দিয়ে কিনতে পারবেন চীনারা। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ছাতার দাম পড়ছে এক লাখ ৪৪ হাজারের বেশি। তবে এ ছাতা নিয়ে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। কারণ এত দামি এ ছাতা মাথার ওপরে থাকলেও বৃষ্টি শুরু হলে তা কোনো কাজেই আসবে না। এই ছাতা শুধু রোদ তাপ আটকাতে কাজে দেবে। পানিনিরোধক না হওয়ায় এটি বৃষ্টির পানি ঠেকাতে পারবে না।
এক বিবৃতিতে গুচি বলেছে, ‘সান আমব্রেলা’ নামের ছাতাটি ইতালিতে তৈরি করা হয়েছে এবং এতে খোদাই করা বার্চ-কাঠের হাতল, সবুজ এবং লাল ওয়েব ও জি-আকৃতির হ্যান্ডেল রয়েছে। তাদের ছাতাটি শুধু রোদের তাপ আটকাতে বা ফ্যাশন করার জন্য ব্যবহার করা যাবে। পানিনিরোধক না হওয়ায় এটি বৃষ্টিতে কাজে লাগবে না। আগামী মাসে বাজারে আসার আগে ছাতাটি অনলাইনে দেখানো হচ্ছে।
এদিকে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেশটির বাসিন্দারা বলছেন, যে ছাতা বৃষ্টি ঠেকাতে পারে না তার এত দাম কেন? আরেক ব্যবহারকারী বলছে, এমন ফ্যাশন অনুষঙ্গ কোনো কাজেই লাগবে না।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা