আপডেট : ২১ জানুয়ারি, ২০২৩ ১০:১৫
হল মালিকদের হতাশায় শুরু ২০২৩
নিফাত সুলতানা

হল মালিকদের হতাশায় শুরু ২০২৩

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার দৃশ্যে সিয়াম ও পরিমনি। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে প্রেক্ষাগৃহে চলেছে আরিফিন শুভর অ্যাকশন সিনেমা ‘মিশন এক্সট্রিম-২: ব্ল্যাক ওয়ার’। সিনেমাটি নিয়ে হল মালিকদের প্রত্যাশা ছিল ব্যাপক। তবে সেই প্রত্যাশায় গুড়েবালি হয়েছে। এমনটাই জানালেন বিভিন্ন হলের মালিকরা। তারা বলছেন- সিনেমাটি দেখতে তেমন দর্শক আসছেন না। ব্ল্যাক ওয়ারের এক সপ্তাহ পার করার পর কথা হয় দেশের নানা প্রান্তের হল মালিকদের সঙ্গে। পাশাপাশি গতকাল মুক্তি পাওয়া পরীমনি-সিয়াম অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র খোঁজখবর জানান তারা।

ব্ল্যাক ওয়ার সিনেমা দিয়েই প্রায় দুই মাস বন্ধ থাকার পর খুলেছিল ‘মধুমিতা’ সিনেমা হল। পুরো সপ্তাহে কেমন চলেছে সিনেমাটি- জানতে চাইলে আক্ষেপ নিয়ে মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘আমি খুব নিরাশ। লস আর লস! খুব আশা নিয়ে ব্ল্যাক ওয়ার দিয়ে হল খুলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য সিনেমাটি চলেনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটি আজকে চালাচ্ছি। এই সিনেমাটির প্রথম দিন তেমন বিক্রি নেই। কাল থেকে আরও হবে না। হলটা আবার বন্ধ করে দিয়ে ঈদে খোলার চিন্তা করছি।’

একই অবস্থা চলছে শ্যামলী সিনেমা হলে। তেমন দর্শক নেই জানিয়ে শ্যামলী সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ হাসান বলেন, ‘কী বলব, ভ্যাগের ফের কিনা জানি না আমাদের সিনেমা হলগুলো আর চলবে না। ব্ল্যাক ওয়ার নিয়ে যতটা আশা করেছিলাম তার একভাগও পূরণ হয়নি। বিরাট প্রত্যাশা ছিল, ভেবেছিলাম এক মাস চালাতে পারব। কিন্তু নামিয়ে দিয়ে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন দেখাচ্ছি। মোটামুটি দর্শক আসছে।

‘মিশন এক্সট্রিম-২: ব্ল্যাক ওয়ার’ সিনেমার পোস্টার

সিনেপ্লেক্সগুলো কেমন চলছে তা জানতে কথা হয় স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদের সঙ্গে। তিনি জানান, ব্ল্যাক ওয়ারের তেমন দর্শক নেই। প্রথম দিন থেকেই খারাপ অবস্থা। এটা নিয়ে বলার মতো কিছু নেই। তবে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ভালো যাচ্ছে। বিকেলের শো প্রায় হাউসফুল।

এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস সূত্র জানিয়েছে, কোনো রকমে ব্ল্যাক চলেছে। খুব বেশি দর্শক টানেনি। ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলছে। কেমন চলবে তা এখন বলা মুশকিল।

ঢাকার বাইরের হলগুলোও খুব একটা ব্যবসা করতে পারছে না বলে জানিয়েছেন বিভিন্ন হল মালিক। ‘গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স’ সূত্র জানিয়েছে, ভালো প্রত্যাশা থাকলেও খুব বেশি সাড়া পায়নি। আসনের বিপরীতে ১০ শতাংশ মানুষও প্রতি শোতে আসেনি। তিনি জানান ব্ল্যাক ওয়ার-এর আর কোনো শো চলবে না। আজকে (গতকাল) থেকে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন-এর দুটি করে শো চলবে।

তবে, দ্বিতীয় সপ্তাহের মতো সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবে চলছে ব্ল্যাক ওয়ার সিনেমাটি। সিনেমাটি সেখানে মোটামুটি ভালো চলেছে বলে জানান সিনেক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম নীলা। তিনি বলেন, ‘বিশ্বকাপের পর তো এভাবে তেমন ভালো সিনেমা মুক্তি পায়নি। বিশ্বকাপের মধ্যে এক মাস হলো বন্ধও ছিল। তারপর এই সিনেমাটি এসেছে। খুব ভালো চলছে এরকম না আবার খুব খারাপ চলেছে সেরকমও না। দৈনিক ৫০ শতাংশ দর্শক ছিল, আবার কখনো একদমই ছিল না। এক সপ্তাহ চালানোর পর এই সপ্তাহেও চালাচ্ছি, এখন দেখা যাক। পরের সপ্তাহে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন চালাব।

এ ছাড়া আরও কিছু হল মালিক আক্ষেপ নিয়ে বলেন হাওয়া বা পরাণের মতো সাম্প্রতিক সময়ে কোনো সিনেমা ব্যবসা করতে পারছে না। দর্শক সিনেমা দেখতে পারছে না। তারা জানান, সিনেমার গল্প ও প্রচারণা দুই দিকেই সমস্যা আছে বলে হলে হলে দর্শক খরা।