নওগাঁর মান্দা উপজেলায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোনাভান বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সতিহাটের পাশে চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সোনাভান বেগম উপজেলার শ্রীরামপুর গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রইচ উদ্দিন, ভটভটির যাত্রী ইমরান হোসেন ও তাদের গাড়িকে ধাক্কা দেয়া একটি অ্যাম্বুলেন্সের চাকল রঞ্জু হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন রইচ-সোনাভান দম্পতি। পথে সতিহাটের পাশে চেয়ারম্যানের মোড়ে পৌঁছালে তাদের ভটভটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়েন। তখন নওগাঁ থেকে আসা একটি অ্যাম্বুলেন্সও ভটভটিকে ধাক্কা দেয়। এতে সোনাভান-রইচসহ চারজন আহত হন।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নুরুন নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীসহ চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তাদের মধ্যে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক ছিল।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আরিফ হোসেন বলেন, আহতাবস্থায় চারজনকে রাত ৮টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে গৃহবধূ সোনাভান হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এ ছাড়া রঞ্জু হোসেন পায়ে আঘাত পেয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রইচ উদ্দিন ও ইমরান হোসেনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসান দৈনিক বাংলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে দুটি ভটভটি ও একটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাকবলিত হয়ে সেখানে পড়েছিল।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা