ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সোশ্যাল ওয়েলফেয়ার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
ঢাকার পূর্বাচল ক্লাব লিমিটেডে হবে এই আয়োজন। পুনর্মিলনীতে অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে।
এ বিষয়ে অ্যাসোসিয়েশন জানিয়েছে, অনুষ্ঠান উপলক্ষে একটি আকর্ষণীয় স্যুভেনির প্রকাশ করা হবে। এতে প্রকাশের জন্য লেখা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে swaaiswrdu@gmail.com, n.islamdu62@gmail.com, monirul.shagor@gmail.com বা rasul313@gmail.com ইমেইলে পাঠাতে হবে।
১৫ ফেব্রুয়ারির পর রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকবে না জানিয়ে অ্যাসোসিয়েশন ওই তারিখের মধ্যেই আগ্রহী সবাইকে রেজিস্ট্রেশনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা যাবে গোলাম রসুল সানি (০১৭১৭২০৫০৪৫), ড. রবিউল ইসলাম (০১৬২৫২৯৫৪৮০) ও খালেদ শাহীনের সঙ্গে (০১৯১২২৪২৪৮৫)।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা