আপডেট : ২১ জানুয়ারি, ২০২৩ ২১:৩৪
‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকবি বিশু শিকদার মারা গেছেন
বিনোদন প্রতিবেদক

‘দুষ্টু ছেলের দল’ খ্যাত গীতিকবি বিশু শিকদার মারা গেছেন

বিশু শিকদার।

যদি এই শীতে আমি মরে যাই, মনে রেখো আগামী শীতে, নতুন করে জন্ম নেবো, হয়তো ফুল হয়ে কোনও পথের ধারে, হিমেল হাওয়া চেতনার পাশ দিয়ে- এই গান লেখার সময় কি তিনি জানতেন এই শীতেই পৃথিবী থেকে তিনি বিদায় নিবেন। এই গানের গীতিকবি বিশু শিকদার মারা গেছেন। যিনি নগর বাউল জেমসের জন্য লিখেছেন অর্ধ শতাধিক গান।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নগর বাউল জেমস জানান, শনিবার বিকাল ৫টার দিকে নড়াইলের লোহাগড়ায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। হার্ট অ্যাটাক করেছেন তিনি।

পোস্টের ক্যাপশনে বিশুর মৃত্যুর খবর তার লেখার সূত্র ধরেই জেমস লিখেছেন, ‘যদি এই শীতে আমি মরে যাই/ মনে রেখ আগামী শীতে/ নতুন করে জন্ম নেব/ হয়তো ফুল হয়ে/ কোনও পথের ধারে/ হিমেল হাওয়া/ চেতনার পাশ দিয়ে...। আমাদের সবার প্রিয় গীতিকার ও লেখক বিশু শিকদার আর আমাদের মাঝে নেই। বিকাল ৫ ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সবাই ওনার আত্মার মাগফিরাত এর জন্য দোয়া করবেন।’

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘মৃত্যুর খবর পেয়ে মুষড়ে পড়েছেন জেমস ভাই। কথা বলেছেন নড়াইলে বিশু ভাইর পরিবারের সঙ্গে। দ্রুত সময়ের মধ্যে আমরা নড়াইল যাচ্ছি। সেই প্রক্রিয়া চলছে।’

বিশু শিকদার মূলত জেমসের জন্যই গান লিখতেন। এমনকি গীতিকবিতায় নগর বাউলের সহযোদ্ধাও ছিলেন তিনি। কারণ, জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’-ও যৌথভাবে লিখেছেন বিশু।

জানা যায়,তাদের গীতিকবিতার সূত্রপাত হয় ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম থেকে। এরপর জেমসের সব ক’টি অ্যালবামের বেশিরভাগ গানই লেখা বিশু শিকদারের। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলী’, ‘যদি এই শীতে’, ‘আমি তোমাদেরই লোক’, ‘সেলাই দিদিমনি’, ‘অবশেষে জেনেছি’, ‘তুফান’ প্রভৃতি।