প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুলাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে কানসাট-ভোলাহাট সড়কের ঘোষলডাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল হোসেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চাঁদপুর দক্ষিণপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহম্মেদ জানান, ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যান দুলাল। আইনি-প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।