আপডেট : ২২ জানুয়ারি, ২০২৩ ২৩:৩৩
ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার শিকার আ.লীগ নেতা
প্রতিনিধি, কিশোরগঞ্জ

ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলার শিকার আ.লীগ নেতা

হামলায় আহত ফরিদ উদ্দিন। ছবি: দৈনিক বাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ভিপি ফরিদ উদ্দিন (৪৮) আহত হয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার নেতৃত্বে থাকা ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পু বিষয়টি অস্বীকার করেছেন।

রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পাকুন্দিয়া পৌর সদর বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ফরিদ উদ্দিন একটি ফার্মেসিতে আশ্রয় নিলে সেখানেও ভাঙচুর চালানো হয়।

ফরিদ উদ্দিনের অভিযোগ, সন্ধ্যায় ব্যক্তিগত কাজে ছোট ভাই একরাম হোসেন টিপুকে নিয়ে তিনি পাকুন্দিয়া পৌর সদর বাজারে গিয়েছিলেন। এ সময় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পুর নেতৃত্বে সাকিব হাসান মুন্না, আরমিন, সাদ্দাম, এখলাস উদ্দিন, ফরিদুজ্জামান, রানা সিকদার, সানিসহ ২০-২৫ জন তাদের ওপর অতর্কিতে হামলা করেন।

তবে ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেন পাপ্পু হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাও জানি না।’

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন বলেন, ‘এ ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

পাকুন্দিয়ার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফরিদ উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। পরে তিনি বাড়ি চলে গেছেন। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, দীর্ঘ ১২ বছর পর গত বছরের ৫ অক্টোবর নাজমুল আলমকে সভাপতি ও মো. তোফায়েল আহমেদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা হয়। কমিটিতে পদবঞ্চিত হন সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা। এরপর থেকে দুপক্ষের দ্বন্দ্ব বাড়তে থাকে। দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষও ঘটেছে।

ওই কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়েই কমিটি ঘোষণার পরদিন ৬ অক্টোবর রাতে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ‘কলঙ্কমুক্ত’ হওয়ার দাবি করেন ওই কমিটির ১ নম্বর সহসভাপতি মো. আরমিন আহমেদ। এরপর থেকে সেই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে লাগাতার কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।

অন্যদিকে ২০২১ সালের ২২ জুলাই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কার্যনির্বাহী কমিটির সভা আহ্বান করে জেলা আওয়ামী লীগ। ওই দিন সন্ধ্যায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দীনকে আহ্বায়ক করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। পরে একই বছরের ৯ সেপ্টেম্বর সোহরাব উদ্দিনকে আহ্বায়ক রেখেই ৬৭ সদস্যের কমিটির অনুমোদন করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ। সে কমিটির যুগ্ম আহবায়ক ভিপি ফরিদ। এ কমিটি ঘোষণার পর থেকেই বিক্ষোভ করে আসছেন বর্তমান সাংসদ নূর মোহাম্মদের অনুসারীরা।