দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডের খবর পাওয়া গেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সোমবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সিলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। জানুয়ারিজুড়ে তাপমাত্রা ৬-৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবেও জানান এই আবহাওয়া পর্যবেক্ষক।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এমনকি দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এতে আরও বলা হয়, নীলফামারি, কুঁড়িগ্রাম, পঞ্চগড় ও মৌলভীবাজারের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমতে পারে।
আবহাওয়া বার্তায় বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গত রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা