ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী গোপাল চন্দ্র রায়। সোমবার রংপুর আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
রংপুর আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা জানান, ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিলে গোপাল চন্দ্র রায়ের প্রার্থিতা বাতিল হয় ঋণখেলাপির দায়ে। কমিশনে আবেদন করেও তিনি বৈধতা পাননি। পরে উচ্চ আদালতে রিট করেন। গতকাল রিটের আদেশে বলা হয়েছে, গোপাল চন্দ্র নির্বাচনে অংশ করতে পারবেন। পরে তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
এদিকে মোটরগাড়ি প্রতীকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থী গোপাল চন্দ্র রায়। প্রার্থিতা ফিরে পাওয়ায় উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়ে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অন্য পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী (হাতুড়ি), জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহমেদ (লাঙ্গল), জাকের পার্টির এমদাদুল হক (গোলাপ ফুল), বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ (আম) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন) প্রতীকে নির্বাচন করছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা