বর্তমান সময়ে অনেক নারী চিকিৎসকের কাছে আসেন থাইরয়েডজনিত সমস্যার কারণে। বেশির ভাগ ক্ষেত্রে রোগটি সুপ্ত অবস্থায় থাকে বলে সহজে নির্ণীত হয় না। আজকের লেখা এই থাইরয়েডজনিত সমস্যা নিয়ে। আজ থাকছে এর প্রথম পর্ব।
থাইরয়েড পরিচিত একটি রোগ। এতে নারীরা বেশি আক্রান্ত হলেও নারী-পুরুষ নির্বিশেষে এই সমস্যা দেখা দেয়। শিশুদের মধ্যেও এই সমস্যা দেখা যেতে পারে।
থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ও ট্রাই-আয়োডো থায়রোনিন হরমোন নিঃসরণ হয়। কোনো কারণে এসব হরমোন নিঃসরণ বেড়ে গেলে নানা উপসর্গ দেখা দিতে শুরু করে। যেমন, ওজন কমে যাওয়া, অতিরিক্ত ঘাম, অতিরিক্ত গরম লাগা, বুক ধড়ফড় করা ইত্যাদি। নারীদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। বন্ধ্যত্ব দেখা দিতে পারে।
রক্ত পরীক্ষায় থাইরয়েড হরমোন নিঃসরণের পরিমাণ জানা যায়। কারণভেদে চিকিৎসা ভিন্ন হতে পারে। কারণ নির্ণয় করা খুবই জরুরি। প্রয়োজন হয় আরও কিছু পরীক্ষার। এগুলোর মধ্যে আছে থাইরয়েডের স্ক্যান, রেডিও আয়োডিন আপটেক, অ্যান্টিবডি টেস্ট ইত্যাদি।
থাইরয়েড হরমোন বলতে ট্রাই-আয়োডোথাইরোনিন বা (T3) এবং থাইরক্সিন বা (T4)কে বোঝায়।
রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে হাইপোথাইরয়েডিজম এবং বৃদ্ধি পেলে হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস হয়।
এই হরমোন বিপাকে সাহায্য করে। এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ওজন কমে যায়। মাত্রা কমে গেলে ওজন বেড়ে যায়।
মায়ের গর্ভে ভ্রূণ অবস্থাতেই এই গ্রন্থি তৈরির কাজটি শুরু হয়। অনেক শিশুর জন্ম থেকেই থাইরয়েডের সমস্যা দেখা দেয়। এ ক্ষেত্রে শিশুদের থাইরয়েড গ্রন্থি পরিণত হয় না। অপরিণত থাইরয়েড গ্রন্থি শরীরে পর্যাপ্ত থাইরয়েড দিতে পারে না।
নবজাতক শিশুদের থাইরয়েড হওয়ার কারণ বেশির ভাগই বংশানুক্রমিক (genetic)। তা ছাড়া শরীরে আয়োডিনের অভাবের কারণেও এ রোগ হতে পারে। আয়োডিন থাইরয়েড হরমোন তৈরিতে সাহায্য করে। বিশেষ কিছু ওষুধ খেলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে।
প্রতিকার
আয়োডিন ও খনিজসমৃদ্ধ খাবার থাইরয়েডের জন্য বেশি উপকারী। দুধ, পনির, দই এ ধরনের দুগ্ধজাত খাবার থাইরয়েডের জন্য অনেক বেশি উপকারী। আয়োডিন সাপ্লিমেন্টও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সঙ্গে খাদ্যতালিকায় কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, তিল ও তিসির বীজ এসব থাকলে ভালো। সেলেনিয়াম থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে। খাবারের তালিকায় এই সেলেনিয়ামসমৃদ্ধ খাবার রাখা ভালো।
লেখক: সহকারী পরিচালক, ২৫০ শযাবিশিষ্ট টিবি হাসপাতাল
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা