আপডেট : ২৬ জানুয়ারি, ২০২৩ ১৮:৩৮
রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার
প্রতিবেদক, দৈনিক বাংলা

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী টোলপ্লাজার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন জানান, সকালে খবর আসে কুতুবখালী টোল প্লাজার পাশের ফুটপাতে এক যুবকের মরদেহ পড়ে আছে। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই জানান, প্রাথমিকভাবে আশপাশের লোকজনের কাছে তার পরিচয় জানার চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।