ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) চালু হয়েছে। কেন্দ্রটিতে অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা পাওয়া যাবে।
ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
এ বিষয়ে হাইকমিশন থেকে বলা হয়েছে, অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই এ ধরনের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করার অনুরোধ আসছিল, যেখানে কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই এমন আবেদনকারীরা তাদের পাসপোর্ট/নথিপত্র নিয়ে আসতে পারেন এবং অনলাইন ভিসার সুবিধা গ্রহণের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে সেটা প্রিন্ট করাতে পারেন। নিজে নিজে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে পারেন না এমন সাধারণ লোকেরা এতদিন এজেন্টের দ্বারস্থ হয়ে অনেক খরচ করে ভিসা আবেদনপত্র প্রস্তুত করতেন। ভিএএফসিতে ফর্ম পূরণ করার সুবিধা আবেদনপ্রতি নামমাত্র ২০০ টাকা পরিসেবা ফি নিয়ে দেয়া হবে।
আইভ্যাকের এই ঐচ্ছিক মূল্য সংযোজিত পরিসেবা চাহিদার ওপর নির্ভর করে দেশের অন্যান্য ভিসা আবেদন কেন্দ্রেও চালু করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।
সংশ্লিষ্টরা বলছেন, যেহেতু চালু হওয়া এই ভিএএফসি যমুনা ফিউচার পার্কে আইভ্যাকের কাছেই অবস্থিত, তাই ভিসা আবেদনকারীরা সহজেই সেখানে ভিসা আবেদন প্রস্তুত করতে পারবেন এবং তারপরে আইভ্যাকে গিয়ে পূর্ণাঙ্গ ভিসা আবেদনপত্র ও নথি জমা দিতে পারবেন। এতে সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
বাংলাদেশে অবস্থিত ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ২০০৫ সালের ডিসেম্বর থেকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হয়ে আসছে। যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ২০১৮ সালের জুলাই থেকে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা