আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৩ ১৩:৩১
সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধের দাবি

সীমান্তে হত্যা ও চোরাচালান বন্ধের দাবি

ছবি: দৈনিক বাংলা

সীমান্ত হত্যা ও মাদকসহ সব চোরাচালান বন্ধের দাবিতে কাঁটাতার মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে কাঁটাতার মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন দলটির নেতারা। মিছিলটি বিজয়নগরে এনডিবির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, দেশের সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের মাধ্যমে আসে। এসব চোরাচালান করতে গিয়ে প্রতিনিয়ত হত্যাকাণ্ডও ঘটছে। সীমান্তে নির্মম হত্যা এবং মাদকসহ অন্য পণ্যের চোরাচালান বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের অর্থনীতি যেমন ধ্বংসের মুখোমুখি হবে, তেমনি সাধারণ মানুষ রোগে আক্রান্ত হবে।

সভাপতির বক্তব্যে এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, আমাদের বন্ধু দেশের মাদকদ্রব্য অহরহ দেশে আসছে। সেই মাদক সেবন করে দেশের মানুষ অসুস্থ হচ্ছে। আবার সেই অসুস্থতার চিকিৎসার জন্য বন্ধু দেশেই যাচ্ছে। এ কেমন বন্ধুত্ব? এ সময় তিনি সীমান্ত হত্যা ও চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, দলটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, চেয়ারম্যানের উপদেষ্টা মো. রেজাউল করিম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।