আপডেট : ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৪৪
মধ্যরাতে পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন

মধ্যরাতে পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন

গুলিতে নিহত শাওনের লাশ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের লাশ গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কড়া পুলিশ পাহারায় দাফন করা হয়েছে।

এদিন রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শাওনের মরদেহ তার বড় ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে পুলিশ হস্তান্তর করে। এরপর সেখান থেকে পুলিশি পাহারায় লাশ বাড়িতে নিয়ে রাত দেড়টার দিকে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা জেনারেল হাসপাতালের মর্গে শাওনের মরদেহ ময়নাতদন্ত করা হয়। এতে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শাওনর মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত দেড়টার দিকে শাওনকে দাফন করা হয়।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শাওন নিহত হন। এ ঘটনার পর থেকে বিএনপি নেতা-কর্মীরা তাকে যুবদলের কর্মী বলে দাবি করে আসছেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে যুবলীগের কর্মী দাবি করে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেন।