গুঞ্জন আগে থেকেই ছিল, আজ শুক্রবার রাতে এল আনুষ্ঠানিক ঘোষণা। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের ওয়েবসাইটে জানানো হলো, ২০২৪ কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে। টুর্নামেন্ট হবে ১৬ দলের, কনমেবলের দশ দলের সঙ্গে সেখানে খেলবে উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চল কনক্যাকাফের অতিথি ছয় দল।
কনমেবলের ওয়েবসাইটে লেখা, কোপা আমেরিকা ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হবে, সেটি হবে ২০২৪-এর গ্রীষ্মে। সেখানে কনমেবলের ১০ দল ও কনক্যাকাফের সেরা ছয় দল অতিথি হিসেবে খেলবে। ঐতিহ্যবাহী কনমেবল টুর্নামেন্ট আয়োজিত হবে দুই কনফেডারেশনের যৌথ আয়োজনে। কনক্যাকাফ অঞ্চলের কোন ছয় দেশ এই টুর্নামেন্টে খেলবে, সেটি নির্ধারিত হবে ২০২৩/২৪ কনক্যাকাফ নেশনস লিগে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে।
এর বাইরে দুই কনফেডারেশন পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মেয়েদের ফুটবল-উন্নয়নেও কাজ করবে। ২০২৪ মেয়েদের কনক্যাকাফ গোল্ড কাপে অতিথি হিসেবে খেলবে কনমেবল অঞ্চলের সেরা চার দল। কোন চার দল যাবে, সেটিও নির্ধারিত হয়ে গেছে। এবং তা নির্ধারিত হয়েছে ২০২২ কোপা আমেরিকা ফেমেনিনার পারফরম্যান্সের ভিত্তিতে - ব্রাজিল (চ্যাম্পিয়ন), কলম্বিয়া (রানার্সআপ), আর্জেন্টিনা (তৃতীয়) ও প্যারাগুয়ে (চতুর্থ)।
জাতীয় দলের বাইরে ক্লাব ফুটবলেও দুই কনফেডারেশন মিলে কাজ করবে। দুই কনফেডারেশনের শ্রেষ্ঠত্বসূচক ক্লাব টুর্নামেন্টের সেরা দুটি করে দল মিলে 'ফাইনাল ফোর' টুর্নামেন্ট খেলবে। প্রথম আসর হবে ২০২৪ সালে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা