আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৩ ১০:১০
জেরুজালেমের সিনাগগে হামলা, নিহত ৭
দৈনিক বাংলা ডেস্ক

জেরুজালেমের সিনাগগে হামলা, নিহত ৭

ঘটনাস্থলে কাজ করছে ইসরায়েলী নিরাপত্তা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা

পূর্ব জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগ) বন্দুকধারীর হামলায় অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নেভ ইয়াকোভ এলাকায় এই ঘটনা ঘটে। খবর সিএনএন, বিবিসির।

স্থানীয় গণমাধ্যমের দাবি, হামলাকারী একজন ফিলিস্তিনি। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলাকারীও নিহত হয়েছেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হামলায় ১০ ফিলিস্তিনির নিহতের ঘটনার এক দিন পরই এমন ঘটনা ঘটল। এটি ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের প্রতিশোধমূলক হামলা বলে ধারণা করা হচ্ছে।

সিএনএন জানায়, বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আরও পাঁচজনকে আহতাবস্থায় হাসপাতালে নেয়া হয়। পরে আহতদের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়।

হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে ইসরায়েলি পুলিশ কমিশনার কোবি শাবতাই বলেন, ‘গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।’

পুলিশ জানায়, ইসরায়েলিরা ওই সিনাগগটি থেকে উপাসনা শেষ করে যখন বের হচ্ছিল, তখনই বন্দুকধারী গুলি চালাতে শুরু করেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।

বিবিসি জানায়, ইসরায়েলিরা হলোকাস্ট মেমোরিয়াল দিবস পালনে ওই সিনাগগে এসেছিল।