আপডেট : ২৮ জানুয়ারি, ২০২৩ ১৪:৪২
উত্তরাঞ্চলে কমতে পারে দিনের তাপমাত্রা

উত্তরাঞ্চলে কমতে পারে দিনের তাপমাত্রা

শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ফাইল ছবি

কাগজে-কলমে মাঘ মাস চললেও দেশে শীত কমে এসেছে। ক্রমেই বাড়ছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায়ও সারা দেশে রাতের তাপমাত্রা এমন থাকতে পারে। তবে উত্তরাঞ্চলে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।

শনিবার আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস বলেছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একই সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড ও দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজারের টেকনাফে ৩১ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।