আপডেট : ২৯ জানুয়ারি, ২০২৩ ১৪:৩৮
মেহেরপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
প্রতিনিধি, মেহেরপুর

মেহেরপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

কোর্ট পুলিশ কঠোর নিরাপত্তায় আসামিদের কারাগারে নেয়া হচ্ছে। ছবি: দৈনিক বাংলা

মেহেরপুরে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মামুন মল্লিক (২৮) জেলার সদর উপজেলার বামনপাড়ার মতি মল্লিকের ছেলে ও রবিউল ইসলাম (৪৫) টেংরামারী গ্রামের ইজ্বাল হকের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এ তথ‍্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকায় সবজিবোঝাই একটি মিনি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ৮০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। পরে ওই ঘটনায় মাদক আইনে মামলা করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মামুন মল্লিক এবং রবিউল ইসলাম দোষী প্রমাণিত হলে আজ আদালতের বিচারক এ রায় দেন।

আসামিপক্ষের আইনজীবী খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।