আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৩ ১০:৪৫
খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা ব্যুরো

খুলনায় যুবককে গুলি করে হত্যা

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: দৈনিক বাংলা

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৪৫) নামে এক ‍যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার জামিরা রোডসংলগ্ন আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

মিলন ওই উপজেলার আলকা গ্রামের আব্দুল ওহাব ফকিরের ছেলে।

পুলিশ জানায়, চায়ের দোকানে ছিলেন মিলন। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে একাধিক গুলি করে মৃত্যু নিশ্চিত করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।’

ওসি বলেন, ‘কারা তাকে কী কারণে মেরেছে, তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’ নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।