দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে রোহিঙ্গারা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।
তিনি বলেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পাসপোর্টে বিদেশ পালিয়ে যাচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে র্যাব এগুলো প্রতিরোধে সর্বাত্মক কাজ করে যাচ্ছে।’
সোমবার দুপুরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খুরশীদ হোসেন এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ‘পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে তা সোশ্যাল মিডিয়া ভাইরাল করে তরুণদের মগজ ধোলাই করছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে।’
র্যাবের ডিজি অনুষ্ঠানে এক হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা