আপডেট : ৩০ জানুয়ারি, ২০২৩ ১৯:৩২
হেলায় পড়ে থাকা চিত্রকর্ম ৩২ কোটি টাকায় বিক্রি
দৈনিক বাংলা ডেস্ক

হেলায় পড়ে থাকা চিত্রকর্ম ৩২ কোটি টাকায় বিক্রি

গুদামঘরে হেলায় পড়ে ছিল এক তৈলচিত্র। নামমাত্র মূল্যে কিনে নেন এক সংগ্রাহক। চিত্রকর্মটি নিলামে ৩১ লাখ ডলারে বিক্রি হয়েছে গত বৃহস্পতিবার। বাংলাদেশি মুদ্রায় যা ৩২ কোটি টাকার বেশি।

লম্বায় তিন ফুটের কাছাকাছি তৈলচিত্রটি বিখ্যাত ফ্লেমিশ শিল্পী অ্যান্থনি ফন ডাইকের আঁকা। সপ্তদশ শতকে নেদারল্যান্ডস, ইতালি ও ইংল্যান্ডের শিল্পবোদ্ধাদের মাতিয়েছেন তিনি।

সিএনএন জানায়, ফন ডাইকের বিখ্যাত শিল্পকর্মগুলোর একটি ‘সেন্ট জেরোম’। সেটির জন্য হাত পাকাতে গিয়ে নিলামে বিক্রি হওয়া ছবিটি এঁকেছিলেন। খসড়া বলা চলে। আর সেন্ট জেরোম নামের চূড়ান্ত ছবিটি বর্তমানে নেদারল্যান্ডসের রটারডামের বইমানস ফন বনিনেন জাদুঘরে শোভা পাচ্ছে।

ব্রিটিশ নিলামঘর সদেবিজে তৈলচিত্রটি বিক্রি হয়েছে। খসড়া হলেও সেটিকে একদিক থেকে অনন্য বলে উল্লেখ করেছে তারা। ছবিতে টুলে বসা এক নগ্ন বৃদ্ধকে দেখা যাচ্ছে। জলজ্যান্ত মডেল সামনে রেখে ফন ডাইকের আঁকা বড় দুই খসড়ার একটি এটি। ছবিটি ১৬১৫ থেকে ১৬১৮ সালের মধ্যে এঁকেছিলেন বলে ধারণা। ফন ডাইক তখন তরুণ শিল্পী, গুরু পিটার পল রুবেনসের কাছে দীক্ষা নিচ্ছিলেন।

বিংশ শতকের শেষভাগে নিউ ইয়র্কের কিন্ডারহুকের এক গোলাবাড়িতে তৈলচিত্রটি পান প্রয়াত শিল্পসংগ্রাহক আলবার্ট বি রবার্টস। সে সময় মাত্র ৬০০ ডলারে কিনেছিলেন তিনি। শিল্পইতিহাস নিয়ে কাজ করা সুজান বার্নস পরবর্তীকালে সেটিকে ফন ডাইকের কাজ বলে শনাক্ত করেন।

গত বৃহস্পতিবার ৩১ লাখ ডলারে বিক্রি হয় সে ছবি। সেটি বিক্রির জন্য সদেবিজকে দিয়েছে রবার্টসের এস্টেট। বিক্রি থেকে পাওয়া লাভের একটি অংশ দেয়া হবে আলবার্ট বি রবার্টস ফাউন্ডেশনকে, যা আবার শিল্পী ও অন্যান্য দাতব্য কাজে ব্যয় করা হবে।

ফন ডাইকের সঙ্গে বৃহস্পতিবার আনিয়োলো ব্রোঞ্জিনো, তিতিয়ান এবং মেলকিয়র দি অনদেক্যুটারের মতো বিখ্যাত চিত্রকরদের ছবিও নিলামে তুলেছিল সদেবিজ।