আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১২:০০
রোমান্টিক ছবিগুলোর পেছনের গল্প জানা যাবে প্রামাণ্যচিত্রে
বিনোদন ডেস্ক

রোমান্টিক ছবিগুলোর পেছনের গল্প জানা যাবে প্রামাণ্যচিত্রে

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির দৃশ্য

‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ বলিউডের জনপ্রিয় রোমান্টিক ছবি। মহারাষ্ট্রের মারাঠা মন্দির সিনেমা হলে মুক্তির পর থেকে এখনো চলছে। এই ছবি কীভাবে বানানো হয়েছিল? কখনো যদি জানতে মন চায়, তবে দেখতে হবে নেটফ্লিক্স প্রামাণ্যচিত্র ‘দ্য রোমান্টিকস’।

শুধু দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গেই নয়, ‘সিলসিলা’, ‘লামহে’, ‘কাভি কাভি’, ‘বীর-জারা’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘চাঁদনি’, ‘জব তক হ্যায় জান’, ‘ধুম’ ইত্যাদি ছবির পেছনের গল্পও জানা যাবে। অনেকেই ইতিমধ্যে হয়তো ধরতে পেরেছেন। এই ছবিগুলোর সঙ্গে পরস্পর একটি যোগসূত্র আছে। সেটি হলো সব ছবিই প্রযোজনা করেছেন বলিউডের জাঁদরেল প্রযোজক যশ চোপড়া। ছবিগুলো বানানো হয়েছে যশ রাজ ফিল্মস থেকে।

‘ফাদার অব রোম্যান্স’ নামে পরিচিত এই প্রযোজক ও পরিচালক যশ চোপড়াকে শ্রদ্ধার্ঘ দিতে এই প্রামাণ্যচিত্র বানাচ্ছে নেটফ্লিক্স। যশ রাজ ফিল্মসের ৫০ বছরের সাংস্কৃতিক পথচলাকে উদ্‌যাপন করতে এই ছবিটি বানানো হচ্ছে। ছবির নাম ‘দ্য রোমান্টিকস’। পরিচালনায় স্মৃতি মুন্দ্রা। চলতি বছরের ভালোবাসা দিবসে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই প্রামাণ্যচিত্রটি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট-ভিপি মনিকা শেরগিল বলেন, ‘খুব ভালোভাবেই স্মরণ করা যায় যে, দ্য কিং অব রোম্যান্স, যশ চোপড়ার ছবি হিন্দি সিনেমাতে আবেগ ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে এসেছিল। যা বিশ্বের বুকে আজকের বিশাল বলিউডকে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। সেই আইকনিক গান, গল্প ও নস্টালজিয়াকে উদ্‌যাপন করতে যশ রাজ ফিল্মস ও স্মৃতি মুন্দ্রা বিশ্বের দর্শকের কাছে ‘দ্য রোমান্টিকস’কে নিয়ে আসছে।

ছবিটির ট্রেলার আগামীকাল ১৯০টি দেশে দেখানো হবে। প্রামাণ্যচিত্রটিতে থাকবে ৩২টিরও বেশি ভাষায় সাবটাইটেল। বলে রাখা ভালো, যশরাজ ফিল্মসের ছবি ‘পাঠান’ এখন বলিউডে তরতরিয়ে চলছে। ছবিটি দিয়ে রুপালি পর্দায় দীর্ঘদিন পরে এসেছেন যশ রাজের পুরোনো অস্ত্র শাহরুখ খান।