আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৫২
লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

র‌্যাবের হাতে গ্রেপ্তার বাদল ও মাসুম মিয়া। ছবি: দৈনিক বাংলা

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে ১ লাখ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার দু’জন হলেন মো. বাদল মোল্লা ওরফে বাদল ও মো. মাসুম মিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১০।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এনায়েত কবীর সোয়েব।

এনায়েত কবীর জানান, গোয়েন্দা তথ্যে দক্ষিণ কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাদল মোল্লা ও মাসুম মিয়া নামে দুই জাল টাকা সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। এছাড়া, সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেও জাল টাকা ছড়িয়ে দিচ্ছে তারা।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।