নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সাজাপ্রাপ্ত পলাতক সদস্য তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর ভাটারার নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ৭ বছর পলাতক ছিল সে। বিকেলে এটিইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান দৈনিক বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, গোয়েন্দা তথ্যে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে তমিজ আহম্মেদ সবুজকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। ২০১৪ সালে রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্তি পেয়ে সে আত্মগোপনে চলে যায়।
এটিইউ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার আসামি অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। সে রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা