আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২২:২৬
বিজয় ছিনিয়ে আনা ছাড়া কেউ ফিরবে না: তথ্যমন্ত্রী
দৈনিক বাংলা ডেস্ক

বিজয় ছিনিয়ে আনা ছাড়া কেউ ফিরবে না: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: দৈনিক বাংলা

চট্টগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগ রাজপথের দল। দিয়াশলাইয়ের কাঠিতে যেমন খোঁচা দিলে জ্বলে ওঠে, তেমনি আমাদের নেতা-কর্মীদের একটা গুণ হলো খোঁচা দিলে জ্বলে ওঠেন। আমরা রাজপথে নেমেছি। আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনা ছাড়া নেতা-কর্মীরা আর ঘরে ফিরে যাবে না।’

শনিবার বিকেলে নগরীর আন্দরকিল্লা মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। বলেন, ‘বিএনপি জানে নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নাই, তাই তারা অনেক ষড়যন্ত্র এঁকেছে, তারা নাশকতা ও বিশৃঙ্খলা করার ষড়যন্ত্র করেছে। তারা এখন যদিওবা নিয়মতান্ত্রিক আন্দোলনের বাহানা করছে, সুযোগ পেলেই তারা আবার নাশকতা করবে, জনগণকে ছোবল মারবে। তাই নেতা-কর্মীদের অনুরোধ জানাব, সতর্ক থাকতে হবে। রাজপথে নেমেছি, নির্বাচন পর্যন্ত রাজপথে থাকব।’

এদিন পৃথকভাবে আওয়ামী লীগের সমাবেশ হয়েছে সিলেট, খুলনা ও বরিশালে।

চট্টগ্রামে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সমাবেশে তথ্যমন্ত্রী বলেন, ‘জেলে যাওয়ার আগে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস সাহেবরা বক্তব্য দিয়েছেন সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আওয়ামী লীগের ভিত বহু গভীরে প্রোথিত, আওয়ামী লীগকে কেউ ধাক্কা দিলে সে নিজে পড়ে যায়। সুতরাং তারা ধাক্কা দিতে গিয়ে কোমর ভেঙে পড়ে গেছে।’

এদিকে সিলেটে দলটির সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সরকারের ওপর জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকতে হবে। তবে কোনো রক্তচক্ষু দেখিয়ে শেখ হাসিনাকে দমানো যাবে না।’

বিএনপি নেতাবিহীন উল্লেখ করে নানক বলেন, ‘স্বাধীনতাবিরোধী চক্র জামায়াতে ইসলামীর সন্ত্রাসীদের নিয়ে বিএনপি বারবার বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তাদের নৈরাজ্য আর অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভোলেনি। জনসমর্থন হারিয়ে বিএনপি নেতারা আজ আবোলতাবোল বকছেন।’

সিলেটে মাত্র এক কিলোমিটার দূরত্বের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে। নগরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হয় দুই দলের সমাবেশ।

খুলনায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয় নগরীর শিববাড়ী মোড়ের পাবলিক হল চত্বরে। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সব ক্ষমতা ক্যান্টনমেন্ট থেকে ফিরিয়ে এনে জনগণের হাতে তুলে দিয়েছে। বিএনপি দেশে উন্নয়ন বিশ্বাস করে না, তাই বিদেশের মাটিতে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।’

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনর রশীদ।

সমাবেশ সফল করতে বেলা ২টার পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা মিছিলসহকারে সমাবেশে যোগদান করেন।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন চট্টগ্রাম, সিলেট ও খুলনা ব্যুরো]