আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০
কিয়েভের নিয়ন্ত্রণে থাকা পুরো ইউক্রেন জ্বলবে: মেদভেদেভ
দৈনিক বাংলা ডেস্ক

কিয়েভের নিয়ন্ত্রণে থাকা পুরো ইউক্রেন জ্বলবে: মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করলে রুশ বাহিনী আরও প্রতিশোধপরায়ণ হয়ে উঠবে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের কথায় এমনই আভাস মিলেছে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, কিয়েভ সরকারের নিয়ন্ত্রণে যতটুকু ইউক্রেনের ভূখণ্ড অবশিষ্ট রয়েছে, তা পুরোটাই জ্বলবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মেদভেদেভ। বর্তমানে শিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ইউক্রেন যুদ্ধ ঘিরে তিনি পশ্চিমাদের উদ্দেশে আগ্রাসী বক্তব্য দিয়েছেন। যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনের জন্য ২০০ কোটি ডলারের বেশি অস্ত্র ও গোলাবারুদের একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে। পেন্টাগন বলেছে, নতুন প্যাকেজে একটি নতুন রকেটচালিত নির্ভুল বোমা রয়েছে। এটি দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনী দূরপাল্লার আক্রমণ চালাতে পারবে। মার্কিন অস্ত্র প্যাকেজের ব্যাপারে রুশ এক সাংবাদিককে মেদভেদেভ বলেন, এসব দূরপাল্লার মার্কিন অস্ত্রের ভয়ে রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে না। বরং ফল হবে তার উল্টো। যুক্তরাষ্ট্র অস্ত্র দিলে কিয়েভের হাতে থাকা ইউক্রেনীয় ভূখণ্ড জ্বলবে। প্রসঙ্গত, পুতিন সরকার ইউক্রেনের ঝাপোরিঝিয়া, খারভিভ, দোনেৎস্ক ও লুগানস্ক অঞ্চল রাশিয়ার অংশ বলে ঘোষণা করেছে। ইউক্রেনের বাদ বাকি অংশ এখনো কিয়েভ সরকার ধরে রেখেছে। যদিও রাশিয়ার ইউক্রেনীয় ভূখণ্ড দখলকে মেনে নেয়নি কিয়েভ ও পশ্চিমা বিশ্ব।

এদিকে যুক্তরাষ্ট্র রুশদের কাছ থেকে বাজেয়াপ্ত করা অর্থ ইউক্রেনকে সহায়তার অনুমতি দিয়েছে। মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড শুক্রবার এ কথা জানান। সিএনএন জানায়, ওয়াশিংটনে শুক্রবার গারল্যান্ডের সঙ্গে ইউক্রেনীয় প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের বৈঠক সম্পন্ন হয়। বৈঠকের পরগারল্যান্ড বলেন, বাজেয়াপ্ত করা রুশ সম্পদ এই প্রথমবারের মতো ইউক্রেনকে দেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে। গত এপ্রিলে নিষেধাজ্ঞা ফাঁকির অভিযোগে রাশিয়ান ধনকুবের কনস্ট্যান্টিন মালোয়েভের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সম্পদের অর্থ ইউক্রেনকে দেয়া হবে।