আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৮
ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন
দৈনিক বাংলা ডেস্ক

ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মলিকুলস্ অব লাইফ ফর সাসটেইনাবিলিটি’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন গত শুক্রবার থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন।

বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং দিল্লিস্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।

অধ্যাপক ড. হাসিনা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, নিউ দিল্লির সাউথ এশিয়া ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. সেনথিল কুমার ভানুগোপাল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হক, বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী। বিজ্ঞপ্তি