আপডেট : ২১ মে, ২০২২ ১৮:২৯
ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজমিস্ত্রির মরদেহ।

খুলনায় নির্মাণকাজ করার সময় এক শ্রমিক নিহত হয়েছেন। নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকার শনিবার সকালে ভবন থেকে পা পিছলে পড়ে গিয়ে মারা যান মো. রেজাউল (৪৫)। তিনি কয়রা উপজেলার খুড়িয়া গ্রামের হোসেন সরদারের ছেলে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন দৈনিক বাংলাকে বলেন, নগরীর মিস্ত্রিপাড়া বাজার এলাকার আমিনুর রহমানের বাড়িতে ভবন নির্মাণের কাজ করার সময় পা পিছলে তৃতীয় তলা থেকে পড়ে যান রেজাউল। মাথায় গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহত রেজাউল পেশায় ছিলেন রাজমিস্ত্রি। তিনি খুলনা সদর থানার মিস্ত্রিপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় নিহতের ভাগনে দরবেশ মোল্লা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।