রাজধানীর কদমতলীর জুরাইন এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মিঠু শেখকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি বাগেরহাটের মোল্লারহাট থানার ধর্ষণ মামলার প্রধান আসামি।
সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে র্যাব-১০-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এনায়েত কবির সোয়েব বিষয়টি জানিয়েছেন।
এনায়েত কবির সোয়েব জানান, গোয়েন্দা তথ্যে জানা যায় বাগেরহাট জেলার মোল্লারহাট থানার ধর্ষণ মামলার পলাতক আসামি মিঠু শেখ জুরাইন এলাকায় অবস্থান করছে। এ তথ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার আসামিকে মোল্লারহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা