আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৩৬
মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করতেন তারা

মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করতেন তারা

পুলিশের হাতে গ্রেপ্তার ৩ প্রতারক। ছবি: দৈনিক বাংলা

রাজধানীর দুইটি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল বিক্রিকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই ও চুরি হওয়া মোবাইলের আইএমইআই নম্বর বিভিন্ন অ্যাপসের মাধ্যমে পরিবর্তন করে বিক্রি করে আসছিলেন তারা। গ্রেপ্তাররা হচ্ছেন-মো. রাসেল, মো. কবির ও মো. সিয়াম।

সোমবার পল্লবী থেকে প্রথম রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে কাফরুল এলাকা থেকে চক্রের অপর ২ সদস্য মো. কবির ও মো. সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১১০টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ১টি কম্পিউটর ও ২টি এসএসডি ড্রাইভ উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাজধানীর মিরপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।

ডিসি বলেন, ‘গোয়েন্দা সূত্রে জানা যায় রাসেলসহ কয়েক ব্যক্তি ছিনতাই বা চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে পুনরায় বিক্রি করে থাকেন। প্রথমে ছয়টি মোবাইল ও একটি ল্যাপটপসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। তিনি ল্যাপটপ ও মোবাইল অ্যাপসের মাধ্যমে চোরাই মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করতেন।’

ডিসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে রাসেলের দেয়া তথ্যে কবির ও সিয়ামের নাম জানতে পারি আমরা। চক্রটি মিরপুর ১ নম্বরের শাহ আলী প্লাজার ৫ম তালার ভূঁইয়া টেলিকম দোকানে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনের কাজ করত। পরে ওই মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০৪টি চোরাই মোবাইল ও হার্ডডিক্স উদ্ধার করা হয়।’

ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, ‘চোরাই মোবাইল চক্রের একটি অংশ ছিনতাই করা মোবাইল কম দামে কিনত। পরবর্তীতে আইএমইআই নম্বর পরিবর্তন করে এসব মোবাইল বিভিন্ন দোকানে বিক্রির জন্য ডিসপ্লে করা হতো।’

বিভিন্ন সময় চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিডি (সাধারণ ডায়রি) যাচাই-বাছাই করে সেগুলো আসল মালিককে ফেরত দেয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।