আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৩১
মিনি ট্রাক দিয়ে ডাকাতি করতেন তারা
বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলা

মিনি ট্রাক দিয়ে ডাকাতি করতেন তারা

ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তাররা। ছবি: দৈনিক বাংলা

ভাড়ায় চালানোর জন্য একটি মিনি ট্রাক কিনেছিলেন তিনি। কিন্তু সেটি ভাড়ায় চালান না। সেটি ব্যবহার করেন ডাকাতি কাজে। সহযোগীদের ট্রাকে করে নিয়ে বিভিন্ন এলাকায় যেতেন লিটন ফকির। কোথাও ট্রাকটি রেখে টার্গেট করা বাড়িতে ডাকাতি শেষে আবার ট্রাকে করে ফিরে আসতেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে সাধারণ মানুষের প্রতিরোধের মুখে ট্রাক ফেলে পালিয়ে আসেন তিনি। এর আগে ট্রাকের সামনে বেরিকেড দেয়ায় গরুর মালিকের ওপর দিয়ে ট্র্রাক চালিয়ে হত্যাও করেন। আন্তঃজেলা সেই ডাকাত দলের নেতা লিটন ফকিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিম। গ্রেপ্তার হওয়া অপর দুই ডাকাত হলেন- জিল্লুর রহমান ও মোহাম্মদ আলী।

বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। সিরাজগঞ্জে এক বাড়িতে গরু চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনাটি ছায়া তন্তের পর ডিবি পুলিশ এই ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, গত ৩০ জানুয়ারি দিবাগত রাতে লিটন ফকিরেরর নেতৃত্বে একটি ডাকাত দল পিকআপ নিয়ে ডাকাতি করতে বের হন। তারা সিরাজগঞ্জের পঞ্চ সারটিয়াচর গ্রামে পিকআপ থামিয়ে একটি বাড়িতে ঢুকে দুটি গরু নিয়ে আসেন। এসময় বাড়ির মালিক টের পেলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে গৃহকর্তা আমির চান ও গৃহকর্ত্রী সেলিনা সেই ট্রাকের সামনে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করেন। কিন্তু ডাকাত দলের সদস্যরা সেলিনাকে চাপা দিয়ে গরু নিয়ে পালানোর চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই নিহত হন সেলিনা খাতুন। এক পর্যায়ে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাত দলের সদস্যরা মিনি ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

গোয়েন্দা সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি মর্মান্তি এই ঘটনাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও ছায়া তদন্ত শুরু করে। মিনি ট্রাকটিতে ‘আকাশ মুন্সি ভাই’ একটি ভিজিডিং কার্ডের সূত্র ধরে এর মালিককে খুঁজে বের করা হয়। আকাশ মুন্সি ভাই নিজের মিনি ট্রাক ভাড়া দেয়ার পাশাপাশি অন্যদের মিনি ট্রাক ভাড়া দিতেও সহযোগিতা করেন। গোয়েন্দা পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, ডাকাতি কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি কয়েক হাত বদল হয়ে লিটন ফকির ব্যবহার করে।

ডিবির একজন কর্মকর্তা জানান, ওই ডাকাতি চেষ্টা ও হত্যার ঘটনায় সেলিনা খাতুনের স্বামী প্রতিবেশী এক ব্যক্তির নামে মামলা দায়ের করেন। পুলিশ তাকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে। তবে ডিবি পুলিশির তদন্তে অপর একটি ডাকাত দলের সম্পৃক্ততা পাওয়ার পর মঙ্গলবার গাজীপুর ও নাটোর এলাকায় অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশির খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহিদুর রহমান রিপন জানান, লিটন ফকির একজন পেশাদার ডাকাত। তিনি একটি ডাকাত দলের মূল হোতা। তার বিরদ্ধে ৯টি ডাকাতি মামলা রয়েছে। সে পিকাপ চালনা ও ভাড়া দেয়ার আড়ালে মূলত ডাকাতি করে বেড়াতেন। তার অন্য সহযোগীদের ধরতেও অভিযান চালানো হচ্ছে।