গাজীপুরের কালিয়াকৈরে এক অটোচালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করা হয়েছিল। ‘ক্লুলেস’ এ হত্যাকাণ্ডের চার দিনের মাথায় প্রধান আসামি নাহিদ হোসেনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় ওই চালকের কাছ থেকে ছিনতাই করা অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে র্যাব-১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তার নাহিদ হোসেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আতাউর রহমানের ছেলে।
গত রোববার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাত্রা পশ্চিম চকের পাশে গলার কণ্ঠনালী ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বনগ্রাম গ্রামের মো. আব্দুল হালিম শেখের ছেলে আজাদ শেখ (১৬) হিসেবে চিহ্নিত করা হয়। নিহত আজাদ উপজেলার হরিণহাটি এলাকার মুন্সিরটেক গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকত।
মরদেহ উদ্ধারের পর র্যাব-১ গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিভিন্ন তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানার হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা হত্যাকারী মো. নাহিদকে গ্রেপ্তার করেন। তার কাছে নিহত আজাদের ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হরিণহাটি এপেক্স রোড এলাকার গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়।
র্যাব-১ জানায়, জিজ্ঞাসাবাদে আজাদকে হত্যার কথা স্বীকার করেছেন নাহিদ। তিনি জানিয়েছেন, বছর দুয়েক আগে নাহিদ হরিণহাটি এলাকায় বসবাস শুরু করেন। সেখানেই আজাদের সঙ্গে তার পরিচয়। ওই সময় নাহিদ কাঁচা তরকারি বিক্রি করতেন। পরে তিনিও একটি অটোরিকশা কেনেন। গত ৩ জানুয়ারি নাহিদ ও আজাদ একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে দুজন ছিনতাইকারী তাদের পথ আটকে নাহিদের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। আজাদ এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করেন নাহিদ এবং প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন।
জিজ্ঞাসাবাদে নাহিদ আরও জানান, শনিবার আজাদকে ফোন দিয়ে কাঁচা তরকারি কেনার কথা বলে গোসাত্রা পাড় হয়ে চান্দাবহ মাঠের (চকের) মধ্যে অন্ধকারে নিয়ে যান নাহিদ। সেখানে আজাদকে গলা টিপে ধরে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে তার গলা কেটে ফেলেন এবং পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে বিছিন্ন অবস্থায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম বলেন, গ্রেপ্তার নাহিদতে আদালতের মাধ্যমে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা