রাজধানীর মিরপুর থেকে শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশরাফুর রহমান উজ্জলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটারিয়ন (র্যাব)। গত বুধবার দিনগত রাতে শেওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার র্যাব-৪ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. মাজহারুল ইসলাম দৈনিক বাংলাকে এ তথ্য জানিয়েছেন।
মাজহারুল ইসলাম জানান, ভুক্তভোগী ৬ বছর বয়সী শিশুটি বাবা মায়ের সঙ্গে মিরপুরের মনিপুর এলাকায় থাকত। স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত। শিশুটির বাবা রিকশাচালক এবং মা একটি পোশাক কারখানার কর্মী।
২০১৯ সালের ৭ মে প্রতিদিনের মত বাবা-মা কাজে গেলে শিশুটিও স্কুলে যায়। স্কুল থেকে ফিরলে পাশের কক্ষের ভাড়াটে আশরাফুর রহমান বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের বিষয় কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের ভয় দেখান আশরাফুর রহমান। শিশুটির মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ দেখে কারণ জিজ্ঞেস করেন। তখন শিশুটি ধর্ষণের বিষয়টি মাকে জানায়। এ ঘটনায় তার মা মিরপুর মডেল থানায় মামলা করেন। পরে বিচার শেষে আদালত আশরাফুর রহমানকে যাবজ্জীবন সাজা ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন।
র্যাব কর্মকর্তা মাজহারুল ইসলাম আরও জানান, মামলার পর আসামি গ্রেপ্তার হয়ে আড়াই বছর কারাভোগ করেন। পরে জামিনে বের হয়ে আত্মগোপন করেন। আশরাফুর রহমান গত ২ বছর বিভিন্ন পরিচয়ে গাজীপুর, উত্তরা, টঙ্গী, বাড্ডা, রামপুরাসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা