আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১১
শিশুকন্যাকে রেখে স্টেশন ছেড়ে গেল ট্রেন, ৯৯৯-এ কল করে উদ্ধার

শিশুকন্যাকে রেখে স্টেশন ছেড়ে গেল ট্রেন, ৯৯৯-এ কল করে উদ্ধার

উদ্ধার করা শিশুটিকে অভিভাবকের হাতে তুলে দেয়া হয়। ছবি: দৈনিক বাংলা

পঞ্চগড় থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নাটোর যাচ্ছিল একটি পরিবার। নাটোর ভেবে ভুল করে আহসানগঞ্জ স্টেশনে নেমে যায় পরিবারটি। ভুল বুঝতে পেরেই তারা আবার ট্রেনে উঠে পড়েন। কিন্তু তাদের আট বছর বয়সী কন্যা শিশু সুরাইয়া খাতুন ট্রেনে ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। শিশুটি রয়ে যায় ওই স্টেশনে। পরে জাতীয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে উদ্ধার করা হয় শিশুটিকে।

বুধবার নওগাঁ জেলার আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে এ ঘটনা হয়। বৃহস্পতিবার বিকেলে জরুরি সেবা ৯৯৯ থেকে গণমাধ্যম কর্মকর্তা পরিদর্শক আনোয়ার সাত্তার দৈনিক বাংলাকে এ তথ্য জানিয়েছেন।

আনোয়ার সাত্তার জানান, গত বুধবার জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি পরিবার নিয়ে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপেসে নাটোর যাচ্ছিলেন। পথে নাটোর স্টেশন ভেবে ভুল করে তারা নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে নেমে পড়েন। আহসানগঞ্জ স্টেশনে নেমেই ভুল বুঝতে পেরে আবারও ট্রেনে ওঠেন তারা। তখনও ৮ বছরের কন্যাশিশু সুরাইয়া ট্রেনে উঠতে পারেনি, ট্রেন চলতে শুরু করে। এ ঘটনায় জাহিদুল দম্পতি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। কী করবেন বুঝতে পারছিলেন না। এ সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন এক সহযাত্রী তরুণী।

ওই তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, একটি নিম্নবিত্ত ও অসহায় পরিবারের সুরাইয়া নামে শিশু আহসানগঞ্জ স্টেশনে রয়ে গেছে। শিশুটি ট্রেনে ওঠার আগেই ট্রেন ছেড়ে দেয়ায় বিপদে পড়েছে পরিবারটি। শিশুটিকে উদ্ধার করার জন্য অনুরোধ জানান ওই তরুণী।

আনোয়ার আরও জানান, কলটি পেয়েই আত্রাই থানার সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে উদ্ধারের জন্য জানানো হয়। তাৎক্ষণিক আত্রাই থানার উপ-পরিদর্শক (এসআই) শাম মোহাম্মদ আহসানগঞ্জ স্টেশনে গিয়ে শিশু সুরাইয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে সুরাইয়ার অভিভাবক থানায় গেলে তার কাছে শিশু সুরাইয়াকে বুঝিয়ে দেয়া হয়।