আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০৮
শুধু মুখস্থবিদ্যায় যোগ্য-সৃজনশীল মানুষ তৈরি হবে না: শিক্ষামন্ত্রী
প্রতিনিধি, সাভার (ঢাকা)

শুধু মুখস্থবিদ্যায় যোগ্য-সৃজনশীল মানুষ তৈরি হবে না: শিক্ষামন্ত্রী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: দৈনিক বাংলা

শুধু পরীক্ষানীতি ও মুখস্থবিদ্যা দিয়ে দক্ষ, যোগ্য ও মানবিক সৃজনশীল মানুষ তৈরি হবে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রাথমিক পর্যায় থেকে শিশুদের তৈরি করার পরিকল্পনা নিতে হবে।’

বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার খাগান এলাকায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, ‘পাঠ্যবইয়ের ভুল নির্ণয় ও সংশোধন করতে দুটি কমিটি কাজ করছে। একটি কমিটি বইয়ের ভুল চিহ্নিত করে যৌক্তিক পরামর্শের সঙ্গে সঙ্গে সংশোধন করবে। আরেকটি কমিটি এ বিষয়ে যেকোনো ষড়যন্ত্র তদন্ত করে দেখছে।’

সমাবর্তনের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হিমাচল প্রদেশের শোলিনী ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অতুল খোশলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানসহ অন্যরা।

সমাবর্তনে ৬ হাজার ১৬৪ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হয়। এর মধ্যে মেধাবী ১২ শিক্ষার্থী পান স্বর্ণপদক।