আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:২০
ইউনিয়ন পর্যায়ে শনিবার আ.লীগের ‘শান্তি সমাবেশ’
প্রতিবেদক, দৈনিক বাংলা

ইউনিয়ন পর্যায়ে শনিবার আ.লীগের ‘শান্তি সমাবেশ’

আওয়ামী লীগ

শনিবার সারা দেশের ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি পালনে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের বছরব্যাপী সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস- নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জেলা, মহানগর ও উপজেলা শাখার নেতা এবং জনপ্রতিনিধিরা শান্তি সমাবেশে অংশ নেবেন।’

গত রোববার আওয়ামী লীগের ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে দলের অভ্যন্তরীণ এক বৈঠকে শান্তি সমাবেশ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশের প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে ‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে’ শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দল।

শান্তি সমাবেশ পালনে জেলার নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের জেলা ভাগ করে দেয়া হয়েছে। দেশের ৪০টি জেলায় দায়িত্ব বণ্টন করা হয় ৫৩ জন কেন্দ্রীয় নেতাকে।