সিডনিতে রুক্ষ উইকেট বানিয়ে অনুশীলন, ভারতে এসে রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলিং অ্যাকশনের নেট বোলার জোগার করা– প্রস্তুতি মন্দ নেয়নি অস্ট্রেলিয়া। সে প্রস্তিতির ফল, আড়াই দিনের মধ্যে নাগপুর টেস্ট হেরে বোর্ডার-গাভাস্কার সিরিজ শুরু করেছে সফরকারীরা।
গতকালই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিয়ে ফেলেছিল ভারত। আজ সকালে মাত্র ৭ রান যোগ করে রবীন্দ্র জাদেজা ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়া একটু স্বস্তি পেয়েছিল। কিন্তু সেটা উবে গেছে অক্ষর প্যাটেল অ মোহাম্মদ শামির দৃঢ়তায়।
নবম উইকেট জুটিতে ৫২ রান এনে তবেই ফিরেছেন শামি (৩৭)। শেষ উইকেটেও ২০ রান এনে দিয়ে তবে হার মেনেছেন অক্ষর প্যাটেল (৮৪)। অভিষিক্ত টড মারফি ১২৪ রানে ৭ উইকেট পেয়েছেন।
২২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু দুই টেল এন্ডার নিয়ে যা করেছেন অক্ষর, সেটা করতে পারেননি অস্ট্রেলিয়ার কেউ। এক সেশনেই অলআউট হয়েছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার ১১ ব্যাটসম্যান মিলে ভারতের নয়ে নামা অক্ষরের চেয়ে মাত্র ২ রান বেশি করতে পেরেছেন। সঙ্গে অতিরিক্ত থেকে এসেছে ৫ রান। তাতেও ভারতের মাটিতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়া আটকানো যায়নি।
যাকে নিয়ে ভয়ে ছিল অস্ট্রেলিয়া, সেই অশ্বিন দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। তবে প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট পাওয়া জাদেজাই ম্যাচসেরা। অবশ্য ব্যাট হাতে ৭০ রানও যোগ করেছেন, সেটা ভুললে চলবে না।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা