আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩৮
কারো দয়া-দাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে সম্মান নেই: জি এম কাদের

কারো দয়া-দাক্ষিণ্যে এমপি-মন্ত্রী হলে সম্মান নেই: জি এম কাদের

রাজধানীতে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে শনিবার বক্তব্য দেন দলের চেয়ারম্যান জি এম কাদের। ছবি: দৈনিক বাংলা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, কারো দয়া-দাক্ষিণ্যে এমপি- মন্ত্রী হলে তাতে কোনো সম্মান নেই। গণমানুষের ভোটে নির্বাচিত হওয়ার মধ্যেই প্রকৃত সম্মান।

রাজধানীর শ্যামপুর থানা সংলগ্ন প্রধান সড়কে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে শনিবার প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব কথা বলেন।

এক সময়কার মহাজোট সরকারের মন্ত্রী জি এম কাদের বলেন, ‘নির্বাচনে আমাদের ফলাফল যাই হোক এটা কোন বিষয় না। আমরা চাই জনগণের ভোটাধিকার নিশ্চিত হোক।’

নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ভালো জিনিসের ভালো দাম দিতে হয়। স্বস্তা জিনিস কখনোই ভালো হয় না। তাই, দেশের মঙ্গলের জন্য হয় ভালো দাম দিতে হবে।’ সেজন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন তিনি।

জিএম কাদের বলেন, ‘আমরা দেশে সুশাসন নিশ্চিত করতে রাজনীতি করছি। আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই। দুষ্টের দমন আর শিষ্টের লালনের পরিবর্তে এখন শিষ্টের দমন আর দুষ্টের লালন চলছে। দুর্নীতি, দুঃশাসন, দলবাজি, টেন্ডারবাজি প্রতিরোধ করতেই আমাদের রাজনীতি।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের মাধ্যমে শুধু মানুষের মুখ পরিবর্তন হলে দেশের ভাগ্য ফিরবে না। যদি মানুষের মুখের পরিবর্তন হয় আর টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতেই থাকে তাতে দেশের মানুষের কোন উপকার হবে না। নির্বাচনের মাধ্যমে রাজনীতির গুণগত পরিবর্তন নিশ্চিত করতে হবে।’

জি এম কাদের বলেন, ‘বাংলাদেশও মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে আছে। অথচ, ভবন নির্মাণে বিল্ডিং কোড মানা হচ্ছে না। ঘুষের মাধ্যমে ছাড়পত্র দেয়া হচ্ছে। দুর্নীতির কারনে দেশের কোটি কোটি মানুষের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে। কোটি কোটি মানুষের জীবন চরম ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হচ্ছে, অথচ কারো যেনো কিছুই করার নেই।’

সভাপতির বক্তব্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ষড়যন্ত্র করে জাতীয় পার্টি চেয়ারম্যানের কন্ঠরোধ করা যাবে না। মামলা-হামলা মোকাবেলা করেই জাতীয় পার্টি এগিয়ে চলবে।

সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন মিলন, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেল প্রমুখ।