রাজধানীতে পরিত্যক্ত কক্ষ থেকে দ্বীন ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিনগত রাত ১২টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনির শ্রমিক ক্লাবের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
দ্বীন ইসলাম চট্টগ্রামের মীরসরাই উপজেলার মরগং গ্রামের বাদশা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্বীন ইসলামকে মৃত ঘোষণা করে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, নিহতে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা