আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:৫২
জাতীয় গ্রিডে বিভ্রাট, রাজশাহীতে ‘ব্ল্যাক আউট’

জাতীয় গ্রিডে বিভ্রাট, রাজশাহীতে ‘ব্ল্যাক আউট’

ব্ল্যাক আউট। প্রতীকী ছবি

জাতীয় গ্রিডে বিভ্রাটের কারণে রাজশাহী জেলার পুরোটা এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের কিছু অংশ ‘ব্ল্যাক আউট’ তথা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ‘ব্ল্যাক আউট’ হয়ে পড়ে রাজশাহী। ৪৫ মিনিট পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই  কোম্পানি লিমিটেড (নেসকো)।

নেসকোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ বলেন, জাতীয় গ্রিডের সমস্যার কারণে ৪৫ মিনিট পুরো রাজশাহী জেলাতেই বিদ্যুৎ ছিল না। ৪৫ মিনিট পর থেকে ধীরে ধীরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করে। তবে বেলা ১১টা পর্যন্ত বেশির ভাগ এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজশাহীর অধিকাংশ এবং নাটোর ও চাঁপাইনাঁবগঞ্জের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ফেরেনি।