আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২২ ১৪:১৭
হিমু আকরামের প্রেমের গল্পে শ্যামল, সঙ্গে চমক

হিমু আকরামের প্রেমের গল্পে শ্যামল, সঙ্গে চমক

‘জোনাকিরা জানে শুধু’ টেলিছবির একটি দৃশ্যে শ্যামল মওলা ও চমক। ছবি: সংগৃহীত

একসময় তুমুল প্রেমের গল্প লিখতেন হিমু আকরাম। সেসব ছাপা হতো বিভিন্ন পত্রিকায়। নাটক বানাতে এসে কমেডিকে বেছে নিয়েছেন। তার পরিচালনায় ‘শান্তি মলম ১০ টাকা’ নামে একটি সিরিয়ালও চলছে আরটিভিতে। হাস্যরসাত্নক এই সিরিয়ালে দর্শকের সাড়াও পেয়েছেন প্রচুর। তবে প্রেমের গল্পে মুগ্ধ করেননি— এমন নয়। যেমন— কদিন আগেই নির্মাণ করলেন ‘জোনাকিরা জানে শুধু’ নামে একটি টেলিছবি।

হিমুর ভাষায, প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে এমন খাঁটি প্রেমের গল্প শুটিংয়ে তুলে আনতে। কষ্ট করেছেন অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমকসহ সবাই।

গল্প প্রসঙ্গে হিমু আকরাম বলেন, জোনাকির স্বামী হাফিজ মাতবরদের খামার বাড়ি পাহারা দেয়। সারা রাত মাছের খামারেই পড়ে থাকে। গত শীতে হাফিজের হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়েছে জোনাকি। তার বাবা আর ভাইয়েরা লাঠিয়াল নিয়ে তন্ন তন্ন করে খোঁজে পুরো গ্রাম। থানায় করে মামলা। কিন্তু ধরা পড়ে না হাফিজ-জোনাকি। পালিয়ে যায় অনেক দূরের গ্রামে!

‘জোনাকিরা জানে শুধু’ টেলিছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
‘জোনাকিরা জানে শুধু’ টেলিছবির একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এদিকে, ধনু মাতবর মাছের খামারের মালিক। বর্ষায় মাছ চুরি বাড়ে বলেই হাফিজের চাকরি হয় মাতবরের খামারে। সারা রাত মাচায় বসে মাছ পাহারা দেয় হাফিজ। আর অপেক্ষায় থাকে শীতের। মাতবর বলেছে শীত আসলে ১ লাখ টাকা দেবে হাফিজকে। সেই টাকা আর জোনাকিকে নিয়ে হাফিজ চলে যাবে আরও দূরে, যেখানে কোনোদিন পৌঁছাতে পারবে না লাঠিয়াল, পুলিশ কিংবা জোনাকির বাবা।

কিন্তু আদৌ কি যাওয়া হয় হাফিজ জোনাকির?

প্রশ্ন রেখেই কথা শেষ করেন হিমু আকরাম। উত্তর পাওয়া যাবে খুব তাড়াতাড়ি, টেলিছবিটি প্রচার হলে। শিগগিরই চ্যানেল আইতে প্রচারিত হবে টেলিছবিটি।