আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:০৮
বাংলাদেশের উদ্ধারকারী দলের ভূয়সী প্রশংসায় সাবেক তুর্কি রাষ্ট্রদূত

বাংলাদেশের উদ্ধারকারী দলের ভূয়সী প্রশংসায় সাবেক তুর্কি রাষ্ট্রদূত

তুরস্কে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

তুরস্কে উদ্ধারকাজে নিয়োজিত বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দলের ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ওসমান তুরিন। এ সময় তিনি বাংলাদেশি উদ্ধারকারী দলের ভূয়সী প্রশংসা করেন।

বুধবার এই পরিদর্শনে যান ওসমান তুরিন।

বৃহস্পতিবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা মো. শাহজাহান সিকদার তুরস্কে বাংলাদেশি উদ্ধারকারী দলের গণমাধ্যম সমন্বয়কারী ও ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফয়সালুর রহমানের বরাতে এ তথ্য জানান।

ফয়সালুর রহমান জানিয়েছেন, বুধবার আকস্মিক এক পরিদর্শনে ওসমান তুরিন বাংলাদেশি উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি উদ্ধারকর্মীদের খোঁজ-খবর নেন এবং উদ্ধারকাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি তুর্কি সরকার ও নাগরিকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে বাংলাদেশি উদ্ধারকারী দলের উদ্ধারকাজে গভীর সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক এই রাষ্ট্রদূত বর্তমানে আদিয়ামান শহরের পুনর্বাসন ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন বলে জানান এ গণমাধ্যম কর্মকর্তা।

উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ উদ্ধারকারী দল ২৪ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে জীবিত ১ জন ও মৃত ২৩ জন।